আসুন গাছ লাগাই দ্বিনী প্রতিষ্ঠান ও অলস জায়গায়: এখানে মাত্র চারটি প্রতিষ্ঠানের ছবি রয়েছে যার একটি কুড়িগ্রামে, দুইটি খাগড়াছড়িতে এবং একটা রাঙামাটিতে। প্রাথমিকভাবে আমাদের টার্গেট থাকবে অন্তত ১৫টি প্রতিষ্ঠানে সাদকায়ে জারিয়া হিসেবে গাছ রোপন করার ইন শা আল্লাহ। বর্ষাকালে গাছ রোপন করার সবচাইতে উপযুক্ত।