বাসায় হঠাত দরজা ধাক্কার শব্দ। দরজা খুলে দুজনকে পেলাম তার মধ্যে একজন আমাদের স্কুলের ছাত্র আরেকজন এই ছেলে রাহাত। আগে কোনদিন দেখি নি। ছেলের পক্স উঠেছে সেজন্য নিমপাতা খুজছিলাম। দেখি ছেলেটি নিমপাতা নিয়ে হাজির। হাতে নিমপাতা ধরিয়ে দেবার পর আমতা আমতা করে জিজ্ঞাসা করল স্যার আমি কম্পিউটার শিখতে চাই আমাকে শেখাবেন। জিজ্ঞাসা করলাম আমি যে কম্পিউটার শেখাই এটা জানলা কিভাবে? উত্তর দিল, আমি যে আরেকটা এতিম ছাত্রকে কম্পিউটার শেখাই সেটা সে দেখেছে। ছবির ২য় ছেলেটিও আজকে এসেছিল আমাদের এই কম্পিউটার কোর্সে ভর্তি হবার জন্য।এই ছেলেটির বাবা থাকতেও নেই। জন্মের আগেই তাকে আর তার মাকে ছেড়ে চলে গেছে। এখন সে ক্লাস নাইনে পড়ে। আমরা স্বপ্ন দেখি এমন একটা সমাজের যেখানে সুবিধাবঞ্চিত এই ছেলেগুলো আমাদের কাছ থেকে শুধু কম্পিউটার শিখবে তা নয় বরং হালাল রিযিকের প্রথম ধাপ হবে। আমরা এই ছাত্র গুলোকে ইন শা আল্লাহ নিয়মিত ৫ওয়াক্ত নামায পড়লে কম্পিউটারের কাজ শেখাবো। আর আমাদের নিজস্ব মাদ্রাসা ও ইসলামিক স্কুলের প্রতিটি ছাত্রকে কম্পিউটার শেখানো হবে এবং সেই কম্পিউটারে আমাদের ভিডিও কন্টেন্ট ও অনলাইন টিচারের মাধ্যমে ক্লাস নেবার পরিকল্পনাসহ আমরা এই পুরো প্রজেক্টকে সাজানোর চেষ্টা করছি। উল্লেখ্য, আরেকজনের ব্যক্তিগত একটি ল্যাপটপ দিয়ে একটি এতিম ছাত্রকে আমরা কম্পিউটারের কাজ শেখাচ্ছিলাম। আস্তে আস্তে এই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। আপনারা সবাই এগিয়ে আসলে আমরা এই কম্পিউটার গুলোকে বিভিন্ন দাওয়া কাজের অন্তর্ভুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত জকিগঞ্জে আমাদের ইসলামিক স্কুলে দুইজন পরিচালকের ব্যক্তিগত কম্পিউটার দিয়ে শিক্ষকদের ট্রেনিং দেওয়া সহ এতিম ছাত্রদেরও ক্লাস করানো হচ্ছে। আল্লাহ চাইলে যদি এখানে আমরা তিন থেকে চারটি ডেস্কটপ কম্পিউটার কিনতে পারি এবং ঢাকার সেন্ট্রাল অফিসের জন্য একটা ভাল মানের কম্পিউটার ম্যানেজ করতে পারি তাহলে আমাদের কাজের পরিসর আরো বড় করা সম্ভব ইনশাআল্লাহ। আমাদের ইসলামিক ডিজিটাল কনটেন্ট ইকুইপমেন্ট কিনতে সহযোগিতা করতে আগ্রহী তারা নিচের একাউন্ট গুলোতে আগামী ১২ই সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত যে কোন পরিমাণ সাদাকাহ পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। প্রজেক্ট কোড: DF-55 01309-336883 (Bkash Personal) 01309-336883 (Nagad Personal) 01309-336883-8 (Rocket Personal) Or Islami Bank Bangladesh Ltd. A/C Name: Saba Sanabil Foundation A/C Number: 20507310100010403 Branch: Kalampur SME (Dhaka North) Or Dutch Bangla Bank Ltd. A/C Name: Sab-a-Sanabil A/C No: 294.110.000.5513 Branch: Lalmonirhat Routing: 090520466 Paypal: sabasanabil.org@gmail.com #DF55 #computerForSSF #sabasanabil Sab'a Sanabil Foundation